স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে জুয়া খেলার আসর থেকে চার জুয়াড়িকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে রেলওয়ে জংশন এলাকার হরিজন পল্লী থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হল- উপজেলার নিজগাঁও গ্রামের আব্দুল হামিদের পুত্র আবুল মিয়া (৩৮), রওশন আলীর পুত্র ইদ্রিছ আলী (৫৫), দাউদনগর বাজারের মনা রবি দাসের পুত্র সুমন রবি দাস (৩০), বিজয়নগর উপজেলার সোনামোড়া গ্রামের আব্দুল হেকিমের পুত্র আলী নেওয়াজ (৩৭)। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত নগদ ১২৩৫ টাকা ও ৫২টি তাস উদ্ধার করা হয়।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com