জীবিকার তাগিদে জিদান শহরে ব্যবসা করতেন স্বপন
জামাল মোঃ আবু নাছের ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের অলিপুর গ্রামের ইখতিয়ার উদ্দিন স্বপন সৌদি আরবে খুন হয়েছেন। সোমবার দুপুরে সৌদি আরবের জিদান শহরে তিনি এ হত্যাকান্ডের শিকার হন। তিনি ওই শহরে গ্যারেজের ব্যবসা করতেন।
নিহতের মামা মাধবপুরের চৌমুহনী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহন মিয়া জানান, সোমবার দুপুরে একদল দুর্বৃত্ত তার ঘরে প্রবেশ করে তাকে হত্যা করে ফেলে যায়। গ্যারেজের কর্মচারীরা ফোন দিয়ে বিষয়টি জানিয়েছেন। স্বপন চৌমুহনী ইউনিয়নের অলিপুর গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। ছেলের মৃত্যু সংবাদ শুনে বৃদ্ধ মা-বাবা এখন পাগলপ্রায়। তার গ্রামের বাড়িতে মা-বাবা ও ৩ ভাই রয়েছেন।
পারিবারিক সূত্র জানায়, প্রায় ১৬ বছর আগে জায়গা জমি বিক্রি করে সৌদি আরবে পাড়ি জমান ইখতিয়ার উদ্দিন স্বপন। সৌদি আরবের জিদান শহরে একটি গ্যারেজ পরিচালনা করতেন। ভালো টাকা উপার্জন করতেন তিনি। রমজানে তার দেশে আসার কথা ছিল। কিন্তু সোমবার রাতে তার সঙ্গে থাকা প্রবাসীরা ফোন করে জানান, দুর্বৃত্তরা সোমবার দুপুরে তার ঘরে ঢুকে তাকে হত্যা করেছে। এ সময় তার গলায় লোহার তার পেঁচানো ও মাথায় রক্তাক্ত জখমের চিহ্ন ছিল। খবর পেয়ে সৌদি পুলিশ নিহতের লাশ উদ্ধার করে জিদান হাসপাতাল হিমঘরে নিয়ে রাখে।
নিহতের মামা মোহন মিয়া আরও জানান, সৌদি আরবে আমাদের নিকটাত্মীয় কেউ নেই। লাশ ফেরত আনতে সরকারের সহযোগিতা কামনা করি এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
স্বপনের বৃদ্ধ পিতা জয়নাল আবেদিন জানান, স্বপন রমজান মাসে দেশে আসার কথা ছিল। ছেলের ইচ্ছে ছিল মা-বাবাকে নিয়ে দেশে ঈদ করবেন। কিন্তু এখন ছেলে লাশ হয়ে সৌদিআরবে পড়ে রয়েছে। যারা আমার ছেলের এমন ক্ষতি করেছে সরকারের মাধ্যমে আমি ছেলের খুনিদের বিচার চাই।
মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, নিহতের স্বজনদের কাছ থেকে এমন একটি সংবাদ আমরা পেয়েছি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com