চুনারুঘাট প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে বাহুবলের মিরপুরে সড়ক দুর্ঘটনা রোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ জেলা ট্রাক ও ট্র্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: মাইনুল ইসলাম, শ্রমিক নেতা আসকার আলী, নুরুল আমিন শাহজাহান, আনিছুর রহমান, ট্রাক ও ট্র্যাংকলরী শ্রমিক ইউনিয়নের বাহুবল উপজেলার সহ-সভাপতি মো: বাচ্চু মিয়া সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ চালক হেলপারগণ। ওসি মাইনুল ইসলাম দুর্ঘটনা রোধে চালকদের উদ্দেশ্যে বলেন, রাস্তায় চলাফেরা করতে হলে আইনকে শ্রদ্ধা করতে হবে, আইন অমান্য করবেন না। আপনারা সঠিক থাকলে এবং গাড়ির কাগজপত্র সঠিক থাকলে পুলিশ আপনাদেরকে হয়রানী করবে না। আইন অমান্যকারীরা প্রকৃত চালক হতে পারে না। যে সকল চালক অদক্ষ তাদেরকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসতে হবে। অদক্ষ চালকদের কারণে সড়কে দুর্ঘটনা ঘটে। নিজে বাঁচুন অন্যকে বাঁচান, পুলিশকে সহায়তা করুন। পরে তিনি ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পরিবহনের চালক, হেলপার, যাত্রী ও পথচারীদের মাঝে লিফলেট ও মাস্ক বিতরণ করেন।
ওসি মাইনুল ইসলাম জানান, প্রাণঘাতি করোনা ভাইরাস থেকে দেশের জনগণের সুরক্ষার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণসহ নানা কর্মসূচি পালন করছেন। করোনা থেকে সুরক্ষা পেতে হলে অবশ্যই স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। মানুষ যাতে স্বাস্থ্য বিধি মেনে চলতে সচেতন হয় সে লক্ষেই লিফলেট ও মাস্ক বিতরণ করছি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com