নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। শনিবার বিকেলে উপজেলার বাউসা ইউনয়নের চানপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবক বাউসা ইউনিয়নের ইমামবাঐ শান্তিপুর গ্রামের জাহির মিয়ার পুত্র জুয়েল মিয়া। আহতরা হলেন আব্দুল মান্নানের পুত্র নানু মিয়া (৩০) ও তাজ উদ্দিনের পুত্র আলতাব মিয়া (৩১)।
স্থানীয় সূত্রে জানা যায়, তারা তিন জন মোটর সাইকেলযোগে শান্তিপুর থেকে চৌধুরী বাজারে আসার পথে মোটর সাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক্টর। এতে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা তিনজনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক জুয়েল মিয়াকে মৃত ঘোষণা করেন। অপর ২ জনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার এসআই শামসুল ইসলাম জানান, ট্রাক্টর চালক পলাতক রয়েছে। ট্রাক্টরটি আটক করা হয়েছে।