মোহাম্মদ শাহ্ আলম ॥ অনুমোদনহীনভাবে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা, পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই ভূয়া ব্লাড স্ক্যানিং, ইসিজি ও এক্সরে রিপোর্ট প্রদানসহ বিভিন্ন অপরাধে হবিগঞ্জ আড়াইশ’ শয্যা জেলা সদর হাসপাতাল সংলগ্ন ‘নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টারের অন্যতম মালিক, হবিগঞ্জ সদর উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিককে এক মাসের কারাদন্ড দেয়া হয়েছে। সেই সাথে এই ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল শনিবার বিকালে নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।
তিনি বলেন, অনুমোদনহীনভাবে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা, পরীক্ষা নিরীক্ষা ছাড়া ভূয়া ‘ব্লাড স্ক্যানিং’, ‘ইসিজি এবং এক্সরে রিপোর্ট’ প্রদানের দায়ে নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রতিষ্ঠানের পরিচালককে ৩০ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটির অন্যতম মালিক শফিকুল ইসলাম শফিককে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়। তিনি বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনায় প্রসিকিউটর হিসেবে সহায়তা করেন শায়েস্তাগঞ্জ উপজেলার মেডিক্যাল অফিসার ডা. সাদ্দাম হোসেন।