স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের নোয়াবাদ-ইকরাম সড়কে টমটম নিয়ন্ত্রণ হারিয়ে গজেন্দ্র দাস (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। গতকাল বেলা ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পারিবারিক সূত্র জানায়, নোয়াবাদ গ্রামের গজেন্দ্র দাস টমটম দিয়ে ইকরাম বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে টমটমটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে গজেন্দ্র দাস গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ আড়াইশ’ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com