কামরুল হাসান ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার সুদিয়াখলা এলাকায় খোয়াই নদীতে অবৈধভাবে বাঁধ নির্মাণ করে পানি প্রবাহের স্বাভাবিক গতি বাধাগ্রস্ত করার অপরাধে দুই ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এছাড়া নদীতে নির্মিত বাঁধ অপসারণের নির্দেশনা প্রদান করা হয়। গতকাল ২৮ ডিসেম্বর সকালে গোপন সংবাদের ভিত্তিতে খোয়াই নদীতে অভিযান চালিয়ে দন্ডবিধি ১৮৬০এর ২৯১ ধারায় জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম। যাদেরকে জরিমানা করা হয়েছে তারা হলেন- সুদিয়াখলা গ্রামের দুলাল মিয়া (৩৫) ও একই গ্রামের ওয়েছ আলী (২৮)। এসময় ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের একটি টিম।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com