ভোট কাস্টিংয়ের হার ৭৪.৬৭% ॥ বাতিল হয়েছে ১৬৮ ভোট
মোঃ আলাল মিয়া, নবীগঞ্জ থেকে ॥ দ্বিতীয় ধাপে গতকাল ১৬ জানুয়ারি অনুষ্ঠিত নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী (ধানের শীষ) ৫ হাজার ৭ শত ৪৯ ভোট পেয়ে মেয়র পদে পুননির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের প্রার্থী গোলাম রসুল চৌধুরী রাহেল (নৌকা) পেয়েছেন ৫ হাজার ৪ শত ৮৫ ভোট। অপর স্বতন্ত্র প্রার্থী মোঃ মাহবুবুল আলম সুমন (জগ) পেয়েছেন ২ হাজার ৬ শত ১৯ ভোট। নবীগঞ্জ পৌরসভায় মোট ৯টি ওয়ার্ডে নারী পুরুষ মিলে ১৮ হাজার ৭ শত ৭৭ জন ভোটার। তাদের মধ্যে নারী ৯ হাজার ৭ শত ৫৫ জন এবং পুরুষ ৯ হাজার ২২ জন। কাস্টিং ভোট ১৪ হাজার ২১। বাতিল হয়েছে ১৬৮ ভোট। ভোট কাস্টিংয়ের হার ৭৪.৬৭%।
নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচিতরা হলেন- ১নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মোঃ জাকির হোসেন, ২নং ওয়ার্ডে আঃ ছোবহান, ৩নং ওয়ার্ডে মোঃ নানু মিয়া, ৪নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর যুবরাজ গোপ, ৫নং ওয়ার্ডে মোঃ লুৎফুর রহমান, ৬নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর জায়েদ চৌধুরী, ৭নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মোঃ কবির মিয়া, ৮নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বাবুল চন্দ্র দাশ, ৯নং ওয়ার্ডে মোঃ ফজল আহমদ চৌধুরী।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন- ১, ২ ও ৩নং ওয়ার্ডে বর্তমান মহিলা কাউন্সিলর ফারজানা মিলন পারুল; ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে পূর্ণিমা রানী দাশ ও ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে বর্তমান মহিলা কাউন্সিলর সৈয়দা নাসিমা বেগম।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com