স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের শিবপাশা গ্রামের হাওরে বোরো জমির পানি চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে প্রভাবশালীরা। এ ঘটনায় কৃষকদের মাঝে উত্তেজনা দেখা দিয়েছে। কৃষকদের জমিতে বোরো ধান চাষ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এদিকে এর প্রতিকার চেয়ে শিবপাশা গ্রামের মোঃ শরীফুল আব্দাল কুটি নামের এক কৃষক বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একই এলাকার দাঙ্গাবাজ খলিলুর রহমান, মামুনুর রশিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন বিগত ২০ বছর ধরে শিবপাশা গ্রামের হাওরের জমিতে বোরো মওসুমে সেচ প্রদান করে আসছেন। কিন্তু একই এলাকায় আমেরিকায় বসবাসকারী এক ব্যক্তির সহযোগিতায় খলিলুর রহমান, মামুনুর রশিদ গং এলাকার কিছু কুচক্রী মহলের প্ররোচনায় পরে অবৈধভাবে আমার সেচ প্রকল্পের রাস্তা বন্ধ করে দিয়েছেন। এতে এলাকার কৃষকদের কয়েকশ’ খের জমিতে চাষা করার অনিশ্চিত হয়ে পড়েছে। এ অবস্থায় কৃষকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এতে যে কোন সময় সংঘর্ষের আশংকা রয়েছে। এদিকে লিখিত অভিযোগের সত্যতা পেয়ে তদন্তকারী কর্মকর্তা উপজেলা কৃষি অফিসার এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অনুরোধ জানিয়েছেন।