প্রথম বারের মতো মেয়র নির্বাচিত হলেন বিএনপি প্রার্থী
আলাউদ্দিন আল রনি, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুরে প্রথম বারের মতো বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাবিবুর রহমান মানিক ধানের শীষ প্রতীকে ৫০৩১ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ৪১৮৫ ভোট। তাছাড়া স্বতন্ত্র মেয়র প্রার্থী এস.এম মুসলিম মগ প্রতীকে পেয়েছেন ৩০৮৫ এবং আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী শ্রীধাম দাস গুপ্ত নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৬০৮ ভোট। শনিবার রাত সাড়ে ৮টায় সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মনিরউজ্জামান ফলাফল ঘোষণা করেন। মোট ভোটার ১৫ হাজার ৯৮৭ জন ভোটারের মধ্যে ১৩ হাজার ১০৫ জন ভোটার ভোট প্রয়োগ করেন। এর মধ্যে ১৯৬টি ভোট বাতিল হয়ে যায়। ভোট কাস্টিংয়ের হার ৮১.৯৭%।
এ ছাড়া কাউন্সিলর পদে নির্বাচিতরা হলেন ১নং ওয়ার্ডে আফজাল মিয়া পাঞ্জাবী, ২নং ওয়ার্ডে আব্দুল হাকিম, ৩নং ওয়ার্ডে মোঃ বাবুল হোসেন, ৪নং ওয়ার্ডে সামসুল আলম পাঠান, ৫নং ওয়ার্ডে মোহাম্মদ মোবারক উল্লাহ, ৬নং ওয়ার্ডে বিশ্বজিত চন্দ্র দাস, ৭নং ওয়ার্ডে শেখ জহিরুল ইসলাম, ৮নং ওয়ার্ডে বকুল চন্দ্র ঋষি, ৯নং ওয়ার্ডে মোঃ দুলাল খাঁ।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচিতরা হলেন ১নং ওয়ার্ডে মোছাঃ সাহা বানু, ২নং ওয়ার্ডে ইশরাত জাহান ডলি, ৩নং ওয়ার্ডে স্বপ্না পাল।
আইন শৃংখলা বাহিনীর ব্যাপক উপস্থিতি ও প্রত্যেক কেন্দ্রে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কোন বিশৃংখলা ছাড়াই পৌর নির্বাচন শেষ হয়েছে। তাছাড়া প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা নির্বাচন পর্যবেক্ষন করেছেন। সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বেলা ২টার দিকে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com