উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে সিএনজি অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় দুলবি বেগম নামের এক নারী গার্মেন্টস কর্মী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৪ জন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ফুটারমাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুলবি বেগম (২৫) নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর গ্রামের ধন মিয়ার মেয়ে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমান জানান, নবীগঞ্জ থেকে ৫ জন যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা আউশকান্দির উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে ফুটারমাটি এলাকায় পৌছামাত্র একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশার পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান দুলবি। এ ঘটনায় আহত হন সিএনজি অটোরিকশার চালকসহ আরও ৪ জন। পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দুর্ঘটনায় আহতরা হলেন নবীগঞ্জ পৌরসভার চরগাঁও গ্রামের আহাদ মিয়ার স্ত্রী রুমি বেগম (৩০), একই গ্রামের মৃত সুন্দর আলীর মেয়ে হানিফা বেগম (৩০), উপজেলার বেরি গ্রামের আব্দুল আজিজ মিয়ার ছেলে মজিদ মিয়া (৪০) ও সিএনজি অটোরিকশা চালক উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামের কদ্দুস মিয়ার ছেলে।
নিহত দুলবি’র পারিবারিক সূত্র জানায়, দুলবি বেগম প্রতিদিনের মত গতকাল সকালে ২ বছরের ও ৪ বছরের মেয়ের সঙ্গে ভাত খেয়ে আদর করে বাড়ি থেকে বের হন আউশকান্দি জেআইসি স্যুট লিমিটেডে যাওয়ার জন্য। কিন্তু তার এমন করুণ মৃত্যু হবে তা পরিবারের লোকজন কল্পনাও করতে পারেননি।