স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাহবুবুর রশীদ মনু’র ঢেঁড়শ মার্কার নির্বাচনী ব্যানার ছিড়ে ফেলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে এমন অভিযোগ করেন কাউন্সিলর প্রার্থী মনু’র ছোট ভাই সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শেখ সাজু।
তিনি জানান- বুধবার দিবাগত রাতে প্রতিপক্ষের কেউ ইসলামী একাডেমী সড়কের রেলক্রসিংয়ের কাছে টানানো ব্যানারটির মাঝখানে কেটে আলাদা করা হয়েছে। এর আগে গত ২১ ডিসেম্বর রাতে কুতুবের চক গ্রামে জামতলী সড়কের পাশ থেকে একটি নির্বাচনী ব্যানার ছিড়ে ফেলা হয়েছে।
কাউন্সিলর প্রার্থী মাহবুবুর রশীদ মনু বলেন, ১নং ওয়ার্ডে আমার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তাই প্রতিপক্ষের লোকজন কোন উপায় না দেখে আমার ব্যানার পোস্টার ছিড়া শুরু করেছে। আমি মনে করি ব্যানার পোস্টার ছিড়ে জনগণের মনে জায়গা করা যাবে না। ইনশাআল্লাহ, ১নং ওয়ার্ডের জনগণ ২৮ তারিখ ভোটেই প্রমাণ করবে আমার জনপ্রিয়তা।
উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জমান বলেন, প্রার্থীর পক্ষ থেকে তার ছোট ভাইর মাধ্যমে মৌখিকভাবে অভিযোগ পেয়েছি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com