স্টাফ রিপোর্টার ॥ অস্বচ্ছল পরিবারকে স্বাবলম্বী করে তোলার প্রয়াসে একটি টমটম উপহার দিয়ে সহযোগিতা প্রদান করেছে যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতি ইন্ক। পইল ইউনিয়নের বারাপইত গ্রামের দুর্ঘটনায় আহত স্কুলছাত্র শাকিলের পরিবারকে এ টমটমটি উপহার দিয়ে সহায়তা প্রদান করা হয়। শাকিল বারাপইত গ্রামের আব্দুল বারিকের পুত্র। সম্প্রতি শাকিল সড়ক দুর্ঘটনায় আহত হয়। এ সংবাদ সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়। পরবর্তীতে এ সংবাদটি দেখে এসএসসি ’৯৫ ব্যাচের সিরাজুল ইসলাম বাচ্চু ও জাকির আহমেদ যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতি ইন্ক এর ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ নোমান ও সাধারণ সম্পাদক শামছুল ইসলামের সাথে যোগাযোগ করেন। এ প্রেক্ষিতে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আহত শিক্ষার্থী শাকিলের পরিবারকে টমটম প্রদান করেন। টমটম পেয়ে শাকিল ও তার বাবা-মা আনন্দিত হয়ে যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতি ইন্ক এর ভারপ্রাপ্ত সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং তাদের দীর্ঘায়ূ ও সুস্থতা কামনা করেন।
গতকাল রবিবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে ওই পরিবহনের চাবি হস্তান্তর করেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম। এ উপলক্ষে সংগঠনের উপদেষ্টামন্ডলীর সদস্য ও যুক্তরাষ্ট্র এনউয়াইপিডির লেফটেন্যান্ট সৈয়দ মাহবুব সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডাঃ সৈয়দ আবরার জাবের, ইউপি চেয়ারম্যান সৈয়দ মইনুল হক আরিফ, সিরাজুল ইসলাম বাচ্চু, অ্যাডভোকেট এমএ মজিদ, শেখ নূরুল হক, মশিউর রহমান খান যাদু, হাসবী সাঈদ চৌধুরী, মহিবুর ইসলাম সুমন, শামছুল ইসলাম, তাহির আলম, গৌতম রায়, সাইফুদ্দিন জাবের, কাউছার আহমেদ রনি প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম বলেন- প্রবাসে থেকেও এ সংগঠনের নেতৃবৃন্দ দেশের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তারা করোনার এই পরিস্থিতিতে হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকার দরিদ্র, অসহায় জনগোষ্ঠির পাশে দাঁড়িয়েছেন। তিনি যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতি ইন্ক এর সফলতা কামনা করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com