স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে ছিচকে চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই বাসা-বাড়ি ও দোকানপাটে চুরি হচ্ছে। গত বুধবার গভীররাতে সদর থানার একদল পুলিশ অভিযান চালিয়ে দুই পেশাদার চোরকে আটক করেছে। আটককৃতরা হলো হবিগঞ্জ সদর উপজেলার বহুলা গ্রামের মৃত মোতালিব মেম্বারের পুত্র সাইফুল মিয়া (৩০) ও পইল গ্রামের আব্দুন নুরের পুত্র আব্দুর রউফ (৩২)। পুলিশ জানায় তারা পেশাদার চোর। তাদের বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ ১২টি মামলা রয়েছে। গতকাল বৃহস্পতিবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com