উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন ও তার স্ত্রী সুমাইয়া আফরোজ করোনা (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। করোনা উপসর্গ নিয়ে গত ৮ ডিসেম্বর টেস্ট করা হলে ১০ ডিসেম্বর উভয়ের করোনা রিপোর্ট পজিটিভ আসে। নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ইউএনও ও তাঁর স্ত্রী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বর্তমানে বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজে এবং তার স্ত্রীর দ্রুত আরোগ্য লাভের জন্য উপজেলাবাসীর নিকট দোয়া চেয়েছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com