স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার নিশাপট থেকে দুই গরু চোরকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। এ সময় তাদের কাছ থেকে দুটি গরু ও একটি বাছুর উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চোরেরা ওই এলাকা থেকে গরু গাড়িতে করে পালিয়ে যাবার চেষ্টা করে। বিষয়টি আঁচ করতে পেরে দুই চোরকে আটক করে উত্তম মধ্যম দেয়া হয়। পরে পুলিশে খবর দিলে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়রা জানান, মহাসড়কের আশপাশে একটি গরু চোর সিন্ডিকেট অভিনব কায়দায় গরু-বাছুর ও ছাগল কালো গ্লাসের হাইয়েস ও প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনে তুলে নিয়ে যায়।
শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, গরুসহ দুইজন পুলিশ হেফাজতে আছে। এ চক্রের সাথে আরও কারা জড়িত তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। তদন্তের স্বার্থে তাদের নাম ঠিকানা প্রকাশ করা যাচ্ছে না।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com