নিতেশ দেব, লাখাই থেকে ॥ হবিগঞ্জের লাখাই উপজেলায় অ্যাডভোকেট মোঃ আবু জাহির মডেল কলেজে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে জেলা পরিষদের অর্থায়নে ২০ লাখ টাকা ব্যয়ে দুই কক্ষ বিশিষ্ট সেমি পাকা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপজেলা চেয়ারম্যান ও কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ।
এসময় তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি শিক্ষাক্ষেত্রে আধুনিকায়ন ও ডিজিটালাইজড করণ বর্তমান সরকারের অন্যতম সাফল্য।।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ রফিক আলী, ইউপি চেয়ারম্যান আব্দুল হাই কামাল, কলেজ কমিটির সদস্য আব্দুল কুদ্দছ, আলী আকবর, ইঞ্জিনিয়ার শিফন কুমার, মোঃ শের আলী, উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম, অনলাইন প্রেসক্লাবের সভাপতি মহসিন সাদেক, সাধারণ সম্পাদক নিতেশ দেব, রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাহার উদ্দিন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com