স্টাফ রিপোর্টার ॥ মহান বিজয় দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির আওতায় জেলার সকল উপজেলা ও ইউনিয়নে আলোচনা সভা, পুষ্পস্তবক অর্পণসহ বিভিন্ন কর্মসূচি পালিত হবে। গতকাল সোমবার রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরীর পরিচালনায় এমপি আবু জাহিরের বাসভবনে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সিদ্ধান্ত নেয়া হয়, ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে হবিগঞ্জের প্রত্যেক ইউনিয়ন ও উপজেলায় বিজয় দিবসের কর্মসূচি পালিত হবে। ১৪ ডিসেম্বর বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বুদ্ধিজীবী দিবস পালন করা হবে। ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ দুর্জয় হবিগঞ্জে পুষ্পস্তবক অর্পণ, বীর মুক্তিযোদ্ধাদের কবরে পুষ্পস্তবক অর্পণ, ২১ ডিসেম্বর জঙ্গিবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে জেলা আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ এবং ৩১ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী টিপু, অ্যাডভোকেট মনোয়ার আলী, ডাঃ অসীত রঞ্জন দাস, অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ, অ্যাডভোকেট হুমায়ুন কবীর সৈকত, রফিক আহমেদ, নুর উদ্দিন চৌধুরী বুলবুল, মশিউর রহমান শামীম, ইসমাইল হোসেন অ্যাডভোকেট রুকন উদ্দিন তালুকদার, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, স্বপন লাল বণিক, আবজল আলী দুদু, শঙ্খ শুভ্র রায়, রাসেল চৌধুরী, অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার, হুমায়ুন কবির রেজা, হাবিবুর রহমান খান, অ্যাডভোকেট সুবীর রায়, অ্যাডভোকেট শাহ কুতুব উদ্দিন, জেলা ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি প্রমূখ।