শচীন্দ্র কলেজের প্রতিষ্ঠাতার সমাধি নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এমপি মজিদ খান
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের শচীন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা শচীন্দ্র লাল সরকারের সমাধি নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে সমাধির নির্মাণ কাজের শুভ সূচনা করেন বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের সংসদীয় কমিটির সভাপতি আলহাজ¦ অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শচীন্দ্র কলেজের গভর্ণিং বডির সভাপতি মোঃ শরীফ উল্লাহ, কলেজের গভর্ণিং বডির বিদ্যোৎসাহী সদস্য প্রফেসর নিখিল ভট্টাচার্য্য, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান, বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তজম্মুল হক চৌধুরী, গভর্ণিং বডির বিদ্যোৎসাহী সদস্য অ্যাডভোকেট সজল বিশ^াস, সুবিদপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জয় কুমার দাস, প্রমথ সরকার, কলেজের গভর্ণিং বডির অভিভাবক প্রতিনিধি আবুল ফজল চৌধুরী, গভর্ণিং বডির অভিভাবক প্রতিনিধি পিযূষ চক্রবর্তী, গভর্ণিং বডির সাবেক অভিভাবক প্রতিনিধি রাখাল চন্দ্র দাস, সহকারী অধ্যাপক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান তরিকুল ইসলাম হারুন, সহকারী অধ্যাপক ও অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রবীন্দ্র সমাজপতি, সহকারী অধ্যাপক অঞ্জন কুমার সরকার, প্রভাষক আব্দুল আহাদ খান, প্রভাষক বিষ্ণু চন্দ্র পাল, প্রভাষক লতিফ হোসেন, প্রভাষক গৌতম সরকার, প্রভাষক সৈয়দা তাহমুদা বেগম, প্রভাষক মিহির সরকার, প্রভাষক ফিরুজ মিয়া, প্রভাষক তপন কুমার হিরা, প্রভাষক রঞ্জু পাল, প্রভাষক প্রসূন আচার্য্য পল্লব, প্রভাষক নজরুল ইসলাম, প্রভাষক স্বপ্না আলম সুমি, প্রভাষক জাহির আলম, প্রভাষক রুম্পা দাস, প্রভাষক গোপিনাথ দাস, প্রভাষক মোহাম্মদ জিয়াউল হক, প্রভাষক কাঞ্চন কুমার দাস, প্রভাষক সুকান্ত গোপ, শরীর চর্চা শিক্ষক রঞ্জিত দাস, প্রদর্শক সুদাম চন্দ্র দাস।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল মজিদ খান বলেন, শিক্ষার কোন বিকল্প নেই। তাই শিক্ষার্থীদের সুশিক্ষা নিশ্চিতে শিক্ষকদের আন্তরিকভাবে পাঠদান করাতে হবে। প্রয়াত শচীন্দ্র লাল সরকার ভাটি অঞ্চলের শিক্ষা বিস্তারে নিজের উপার্জিত অর্থ ব্যয় করে কলেজ প্রতিষ্ঠা করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাই তার অবদানের কথা আমাদের স্মরণ রাখতে হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com