স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার আগামী নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমকে সমর্থন দিয়ে তাঁকে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ঘোষণার দাবি জানিয়েছেন শহরের জঙ্গল বহুলা ও ইনাতাবাদ এলাকাবাসী।
গতকাল শনিবার সন্ধ্যায় ইনাতাবাদের বিশিষ্ট মুরুব্বী ফয়জুল্লাহ মিয়ার সভাপতিত্বে এক সভায় তাঁকে এ সমর্থন দেয়া হয়। সহস্রাধিক লোকজনের উপস্থিতিতে সভায় বক্তারা বলেন, আতাউর রহমান সেলিমকে হবিগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত করলে উন্নয়ন হবে, পৌর নাগরিকরা উপকৃত হবেন। তিনি আওয়ামী লীগের একজন পরীক্ষিত নেতা। ছাত্রজীবন থেকে এখন পর্যন্ত দলের জন্য অনেক জেল-জুলুম-অত্যাচার সহ্য করেছেন। তাই তাকে নৌকা প্রতীক বরাদ্দ দিয়ে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দিতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের মাধ্যমে দাবি জানানো হয়।
আতাউর রহমান সেলিমকে স্বত:স্ফুর্ত সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট মুরুব্বী আফিল মিয়া, নুরউদ্দিন মিয়া, বাবরু মিয়া, সুরত আলী, ইছাক মিয়া, সামছু মিয়া, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মানিক মিয়া, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদ, জেলা যুবলীগ নেতা সৈয়দ শাহ দরাজ, এনামুল হক শাহীন, পৌর যুবলীগের আহবায়ক ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী প্রমুখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com