স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশন গঠনের লক্ষ্যে গতকাল ঢাকায় কাওরান বাজারস্থ জালালাবাদ এসোসিয়েশন অডিটোরিয়ামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯৭২ ব্যাচের প্রাক্তন ছাত্র ডাঃ কামরুল হাসান তরফদারের সভাপতিত্বে ও ১৯৮২ ব্যাচের প্রাক্তন ছাত্র মোঃ আব্দুল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন শফিকুল বারী আউয়াল, ডাঃ আবুল কালাম চৌধুরী, সনজিত রায়, এনামুল হক এহিয়া, তোফায়েল হাসান তফু, অভিজিৎ চৌধুরী, শরফ উদ্দিন চৌধুরী ইকবাল, ডাঃ শাহীন রেজা চৌধুরী, রূপক চৌধুরী, জালাল উদ্দিন, ডাঃ শামসুল কিবরিয়া চৌধুরী পাভেল, নওশাদ মোস্তফা জয়ীত, আরিফুল হাসান তরফদার, ইমাদ আহমেদ মর্তুজা রনি, আব্দুল্লাহ আল সেলিম, আঃ হাই চৌধুরী সানু, নাসির উদ্দিন শাস্তু, ফয়েজ আহমেদ, একেএম সাইফুল ইসলাম, শামস শানান, তানভীর কামাল, দেবাশীষ দাশ প্রমুখ। সভায় ১২টি ব্যাচের প্রায় ৩০ জন প্রাক্তন ছাত্র অংশগ্রহণ করেন।
এতে উপস্থিত বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্রগণ গঠনমূলক আলোচনা ও সুচিন্তিত পরামর্শ ব্যক্ত করে এলামনাই এসোসিয়েশন গঠনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। বেশ কয়েকজন ব্যস্ততার কারণে উপস্থিত হতে না পারায় ফোনে তাদের সমর্থন ও সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com