স্বপন বণিক, আজমিরীগঞ্জ থেকে ॥ হবিগঞ্জের আজমিরীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ২ হাজার মিটার প্লাস্টিকের পাইপ ও ২টি ড্রেজার মেশিন ধ্বংস করেন সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ। মঙ্গলবার বিকেলে শিবপাশা ইউনিয়নের বংশিবপা রাস্তার পাশ থেকে এসব সরঞ্জামাদি জব্দ করা হয়।
সূত্রে জানা যায়, অবৈধভাবে বালু উত্তোলনকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ অভিযান চালালে বালু উত্তোলনকারী চক্রের সদস্যরা পালিয়ে যায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ২ হাজার ফুট প্লাস্টিকের পাইপ ও ২টি ড্রেজার মেশিন জব্দ করে ধ্বংস করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) জানান, শিবপাশা ইউনিয়নের বং ইসলাম পাড়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন এর ৪ ধারা অমান্য করায় ২টি ড্রেজার মেশিন ও প্রায় ২ মিটার পাইপ জব্দ করে ধ্বংস করা হয়েছে।