নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে পৌর এলাকার সকল ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন হবিগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোঃ ছাদেক হোসেন ও নবীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার দেবশ্রী দাস পার্লি। বুধবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত তারা ৯টি ওয়ার্ডের ১০টি ভোট কেন্দ্র পরিদর্শন করেন। কেন্দ্রগুলো হলো ১নং ওয়ার্ডের গন্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২নং ওয়ার্ডের হীরা মিয়া গার্লস স্কুল, ৩নং ওয়ার্ডের নবীগঞ্জ জে.কে উচ্চ বিদ্যালয়, ৪নং ওয়ার্ডের গয়াহরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫নং ওয়ার্ডের রাজাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬নং ওয়ার্ডের চরগাঁও শেখ আমেনা বিবি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৭নং ওয়ার্ডের নহরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ৮নং ওয়ার্ডের শিবপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৯নং ওয়ার্ডের পূর্ব তিমিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জয়গনর পৌর আইডিয়াল স্কুল। ভোট কেন্দ্রগুলোতে কোন ধরণের ঝুঁকি, যানবাহন চলাচলে অসুবিধা, পানি-বাথরুমের ব্যবস্থা ঠিক আছে কি না তা দেখার জন্য কেন্দ্রগুলো পরিদর্শন করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com