হবিগঞ্জে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলমগীর চৌধুরী
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী বলেছেন, জাতির পিতার আদর্শের আদলে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় যুবলীগ। চার দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ দেশের সর্ববৃহৎ সংগঠনে পরিণত হয়েছে।
তিনি বলেন, হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম সংগঠনকে জেলার প্রত্যন্ত অঞ্চল পর্যায়েও সুসংগঠিত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শক্তি হিসেবে কাজ করছে হবিগঞ্জ যুবলীগ। এই ধারাকে অব্যাহত রাখতে হবে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা দলের ত্যাগী এবং নিবেদিত কর্মীদের সবসময় মূল্যায়ন করেন।
গতকাল বুধবার সকালে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা যুবলীগ আয়োজিত র্যালি শেষে পথসভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম। শুরুতেই হবিগঞ্জ জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে চৌধুরীবাজার মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।
জেলা যুবলীগ সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও হবিগঞ্জ পৌর যুবলীগের আহবায়ক ইশতিয়াক রাজ চৌধুরী, জেলা ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদ রনি প্রমুখ।
সভাপতির বক্তব্যে জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম বলেন, অপরাধীর পরিচয় অপরাধী। যুবলীগে চিহ্নিত সন্ত্রাসী, মাদকসেবী, চাঁদাবাজদের স্থান নেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের সোনার বাংলা গড়তে শেখ মনির হাতে গড়া এই সংগঠন কাজ করে যাচ্ছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com