মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলায় ইউনিয়ন ডিজিটাল সেন্টার এর ১০ বছরপূর্তি হবিগঞ্জ সদর, মাধবপুর ও চুনারুঘাট উপজেলা উদ্যোক্তা ফোরামের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার দিনব্যাপী উদ্যোক্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মুক্তিযুদ্ধের প্রথম সদর দপ্তর মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া স্মতিসৌধের সামনে উদ্যোক্তা মিলন মেলা ২০২০ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধবপুর প্রেসক্লাব সভাপতি মহিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুনারুঘাট ইউডিসি উদ্যোক্তা ফোরামের সভাপতি এমরান আহমেদ, সেক্রেটারী আব্দাল মিয়া, সাংবাদিক রুকন উদ্দিন লস্কর, আয়ূব খান, সানায়োল হক চৌধুরী শামীম, আলমগীর কবির, তোফাজ্জল হোসেন চৌধুরী, এস,এম গউস। অনুষ্ঠানে হবিগঞ্জ সদর, মাধবপুর, চুনারুঘাট উপজেলার ইউডিসি সকল উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com