চুনারুঘাট প্রতিনিধি ॥ চাপাইনবাবগঞ্জের সদ্য সাবেক জেলা প্রশাসক ও বর্তমানে বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানী উন্নয়ন ব্যুরোর পরিচালক এ জেড এম নুরুল হক এর মাতা মোছাঃ জাহানারা বেগম (৭২) আর নেই। মঙ্গলবার রাতে সিলেটে হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার সকাল ১১টায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওরগাছ কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল আলম, পৌর মেয়র নাজিম উদ্দিন, প্রভাষক হাবিবুর রহমান হাবিব, জালালাবাদ গ্যাসের ডিজিএম আবদুল হক, সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাইফুল আলম রুবেল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহরম আলী, পাইকপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারি মোতাহের তালুকদার কদ্দুছ, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ সহ¯্রাধিক মুসল্লী অংশ নেন। জানাজা শেষে মরহুমের লাশ দেওরগাছ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় সংক্ষিপ্ত বক্তব্যে উপ-সচিব এ জেড এম নুরুল হক তার মায়ের জানাজায় অংশগ্রহনের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মৃত্যুকালে মরহুমা ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আকবর হোসেন জিতু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সত্যেন্দ্র চন্দ্র দেব, উপজেলা আওযামীলীগের দপ্তর বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদসহ বিভিন্ন মহলের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com