চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌর শহর ও বিভিন্ন বাজারে নানা অপরাধে ফার্মেসীসহ ৬টি দোকানের মালিককে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা এই জরিমানা করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, মঙ্গলবার সকাল থেকে এ অভিযানে চুনারুঘাট উপজেলার দুর্গাপুর বাজারে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করার দায়ে হাজী আনোয়ারা ফার্মেসীকে ৫ হাজার টাকা, নোহা ফার্মেসীকে ৩ হাজার টাকা এবং মূল্য তালিকা না টাঙ্গানোর কারণে মদিনা স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরিচ্ছন্ন পরিবেশে পণ্য উৎপাদনের কারণে চুনারুঘাট পৌর শহরের ঢাকা ফুড প্রোডাক্টসকে ৬ হাজার টাকা, রায়হান বেকারীকে ৮ হাজার টাকা, সোনার বাংলা রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন চুনারুঘাট উপজেলার স্যানিটারী ইন্সপেক্টর গোলাম মোহাম্মদ সারুয়ার জাহান, জেলা মার্কেটিং কার্যালয়ের আবুল কালাম সিকদার ও চুনারুঘাট থানা পুলিশের একটি দল।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com