স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় তিন মাদক সেবনকারীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন- শায়েস্তাগঞ্জ উপজেলার চরনুর আহম্মদ এলাকার ছুরত আলীর পুত্র কদ্দুস মিয়া (৩৫), দাউদনগরের রহমত উল্লাহর পুত্র লিটন মিয়া (২৪) ও বানিয়াচং উপজেলার দোয়াখানি গ্রামের রামরতন রবি দাশের ছেলে লালু রবিদাশ (৫৫)। মঙ্গলবার দুপুরে তাদের ৭ দিন করে কারাদন্ড ও প্রত্যেককে ১শ’ টাকা করে জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান খাঁন।
হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নজিব আলী জানান, শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় মাদক সেবনের অভিযোগে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত তাদের জেল-জরিমানা করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com