স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের চাঞ্চল্যকর মহিলা আনসার সদস্য মর্জিনা হত্যা মামলার প্রধান আসামি হৃদয় আহমেদকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে সদর থানার এসআই অভিজিৎ ভৌমিক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চৌধুরী বাজার এলাকা থেকে গ্রেফতার করেন। সে যশেরআব্দা এলাকার ইদ্রিছ মিয়ার পুত্র। ওই এলাকার ভিংরাজ মিয়ার স্ত্রী আনসার সদস্য মর্জিনা আক্তারকে (৩৫) হৃদয়সহ একদল সন্ত্রাসী ছুরিকাঘাতে হত্যা করে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়। ইতোপূর্বে বেশ কয়েকজনকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে পুলিশ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com