স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে তুচ্ছ ঘটনা নিয়ে স্বামীর লাথির আঘাতে ডলি আক্তার (২৫) নামের এক গৃহবধূর অনাগত সন্তান মারা গেছে। গৃহবধূর অবস্থা আশংকাজনক হওয়ায় গত শুক্রবার রাতে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালের গাইনী ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। ওই উপজেলার সন্দলপুর ঘরগাঁও গ্রামে তুচ্ছ ঘটনা নিয়ে স্বামী বাবুল মিয়া ৮ মাসের অন্ত:স্বত্তা স্ত্রী ডলি আক্তারকে গত বৃহস্পতিবার পেটে লাথি মারে। এক পর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। বিষয়টি জানাজানি হওয়ার ভয়ে হাসপাতালে না নিয়ে গোপনে হাতুড়ে ডাক্তার দিয়ে ডলির চিকিৎসা করায় এবং মুরুব্বীরা বিষয়টি মিমাংসার চেষ্টা করেন। এদিকে ডলির অবস্থার অবনতি হলে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার একটি প্রাইভেট ক্লিনিকে আলট্রাসনোগ্রাম করে দেখা যায়, তার অনাগত ৮ মাসের সন্তান মারা গেছে। ডাক্তার জানিয়েছেন ডলির অবস্থা আশংকাজনক। প্রয়োজন হলে তার সিজার লাগতে পারে। ঘটনার পর থেকেই স্বামী বাবুল মিয়া পলাতক।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com