মাওঃ সিরাজুল ইসলাম মিরপুরী সভাপতি ও মাওঃ আব্দুল হাই বাহুবলী সাধারণ সম্পাদক নির্বাচিত
ধর্মীয় বক্তা ও খতীবদের জাতীয় সংগঠন রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশের হবিগঞ্জ জেলা শাখা গতকাল জান্নাতুল মাওয়া মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে জেলার বক্তা ও খতীব উলামায়ে কেরামের প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সম্পন্ন হয়েছে। এতে সভাপতিত্ব করেন, বাহুবল জামেয়ার মুহতামিম ও শাইখুল হাদীস আল্লামা মনিরুদ্দীন। জেলা আহবায়ক মাওঃ সিরাজুল ইসলাম মিরপুরী ও সহযোগী আহবায়ক মাওঃ জাবের আল হুদা চৌধুরীর পরিচালনায় হবিগঞ্জের শীর্ষ উলামায়ে কেরামের তত্ত্বাবধানে ৩১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন সম্পন্ন হয়। কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, মাওঃ লোকমান সাদী ও মাওঃ ইসমাঈল হোসাইন সিরাজী সহ জেলা বেফাক সভাপতি আল্লামা আব্দুল্লাহ আকিলপুরী, ইসলামী সংগ্রাম পরিষদ হবিগঞ্জের সেক্রেটারি মাওঃ আবু সালেহ সাদী, চুনারুঘাট শামসুল উলুম মাদ্রাসার মুহতামিম আল্লামা জহুর আলী, মাওঃ আব্দাল হোসেন খান, মাওঃ আব্দুল খালিক চলিতাতলী, মাওঃ মুখলিসুর রহমান বানিয়াচং, মাওঃ আজিজুর রহমান মানিক সহ শীর্ষ উলামায়ে কেরাম উপস্থিত থেকে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হবিগঞ্জ সদর থানার ওসি মোঃ মাসুক মিয়া উপস্থিত ওয়ায়েজ ও খতীবগণের উদ্দেশ্যে ধর্মীয় মাহফিলগুলোতে সমাজ সংস্কার ও সামাজিক অনাচারের বিরুদ্ধে ভূমিকা রাখার আহবান জানান। এ বিষয়ে সরকারী দিক নির্দেশনা ও উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা কামনা করেন।
১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা সহ নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন- সভাপতি মাওঃ সিরাজুল ইসলাম মিরপুরী, সহ-সভাপতি, মাওঃ লোকমান সাদী, মুফতী ওয়াজেদ আলী, মাওঃ আইয়ুব বিন সিদ্দীক, সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল হাই বাহুবলী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওঃ নুরুল হক নবিগঞ্জী, মাওঃ তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওঃ জাবের আল হুদা চৌধুরী, সহঃ সাংগঠনিক সম্পাদক মাওঃ জাফর আহমদ সিরাজী, দপ্তর সম্পাদক মাওঃ শাহ শরিফ উদ্দীন সুফিয়ান, প্রশিক্ষণ সম্পাদক মাওঃ সাদিকুর রহমান, অর্থ সম্পাদক মাওঃ রফিকুল ইসলাম হরষপুরী, সমাজকল্যাণ সম্পাদক মাওঃ মাশহুদুর রহমান, প্রচার সম্পাদক মাওঃ হোসাইন আহমদ খান ত্বহা। সদস্যগণ হলেন মাওঃ মিজানুর রহমান মুন্সী, মাওঃ হাসিবুল হাসান, মাওঃ শামসুল ইসলাম ওলিপুরী, মাওঃ আজিজুর রহমান, মাওঃ লুৎফুর রহমান মাওঃ তাফাজ্জুল ইসলাম, মাওঃ ফাইজুল করীম, মাওঃ কাউসার আহমদ, মাওঃ আলী আহমদ, মাওঃ জালালুদ্দীন, মাওঃ শামসুল ইসলাম জমিরী,মাওঃ তাওহীদুল ইসলাম আশেকী, মুফতী বিলাল আহমদ চৌধুরী, মাওঃ ইমদাদ উল্লাহ, মাওঃ শৌকত আলী মাজেদী, মাওঃ ফায়জুল ইসলাম ফয়েজী প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com