স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর আলমপুর এলাকায় কাউছার মিয়া নামে এক বাঁশ ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে অর্ধ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে গেছে এলাকার কতিপয় যুবক। গুরুতর আহত অবস্থায় ব্যবসায়ী কাউছার মিয়াকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত কাউছার মিয়া (২২) আলমপুর গ্রামের ছমেদ মিয়া ছেলে।
আহত কাউছার জানান, গতকাল শনিবার রাত সাড়ে ৮টায় তিনি প্রতিদিনের ন্যায় ব্যবসার কাজ শেষ করে চৌধুরী বাজার নতুন খোয়াই মুখ এলাকা থেকে একটি টমটমযোগে বাড়িতে উদ্দেশ্যে রওয়ানা দেন। টমটমটি আলমপুর গ্রামের সামনে পৌছলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা একই গ্রামের সজলু মিয়ার ছেলে মোশাহিদ মিয়া, জুনাঈদ মিয়া ও তার চাচাত ভাই বছির মিয়াসহ তাদের সহযোগীরা কাউছার মিয়ার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা কাউছারের পেটে ছুরিকাঘাত করে। এতে কাউছার রাস্তায় লুটিয়ে পড়ে চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় হামলাকারীরা তার সাথে থাকা নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে আত্মীয় স্বজনরা ঘটনাস্থলে গিয়ে কাউছারকে আহত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে এনে ভর্তি করেন। কাউছার মিয়া দাবি করেন, তাকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। তিনি হামলাকারী মোশাহিদ মিয়া ও তার লোকজনের বিরুদ্ধে আইনী পদেক্ষপ নেয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com