খলিলুর রহমান খান বানিয়াচঙ্গ উপজেলার বিথঙ্গলের সোনাকান্দি সেচ প্রকল্পের ম্যানেজার নির্বাচিত হওয়ায় হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রকল্পের দুই শতাধিক কৃষক। শুক্রবার এমপি’র বাসভবনে এসে তারা এ শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন- ফজলুল হক মেম্বার, আশরাফ উদ্দিন মেম্বার, মিন্টু মেম্বার, পরিতোষ ঘোষ, মুখলেছ মেম্বার, খলিলুর রহমান খানসহ অনেকেই। সম্প্রতি বিথঙ্গল বড় আখড়া বাজারের ঘাটলার সামনে সোনাকান্দি সেচ প্রকল্পের পরিচালক নির্ধারণ করার জন্য কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রকল্পের আগের পরিচালক হাবিবুর রহমান খলিলকে নিমন্ত্রণ করা হলেও তিনি কৃষকদের ডাকে সারা দেননি। পাগলসী গ্রামের বিশিষ্ট মুরুব্বী ও আওয়ামী লীগ নেতা আলাই মিয়ার সভাপতিত্বে এবং মিন্টু দাশের পরিচালনায় অনুষ্ঠিত কৃষক সমাবেশে এলাকার ৫ শতাধিক কৃষক উপস্থিত ছিলেন। সমাবেশে কৃষকরা ৮ বছর ধরে হাবিবুর রহমান খলিল ওই সেচ প্রকল্প নিয়ে যে অনিয়ম করেছেন সেই অনিয়মের চিত্রগুলো তুলে ধরেন। সমাবেশে এলাকার হাজার হাজার হেক্টর কৃষি জমি রক্ষার জন্য কৃষক খলিলুর রহমান খানকে প্রতি খের জমিতে সাড়ে ৪শ’ টাকা দেয়ার সিদ্ধান্ত নিয়ে তাকে ওই সেচ প্রকল্প দেয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। ওই সিদ্ধান্তের বিষয়টি কৃষকরা বিআরডিসির অফিসে অবগত করেন। সর্বশেষ শুক্রবার কৃষকরা এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খানের বাসায় এসে তাঁকে শুভেচ্ছা জানান। এ সময় এমপি মজিদ খান বলেন- কৃষকদের স্বার্থে যারা কাজ করবে তিনি তাদের সহযোগিতা করবেন। এছাড়াও কৃষকরা বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীকে সেচ প্রকল্পের ম্যানেজার নিয়োগের বিষয়টি অবগত করেন। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com