হবিগঞ্জে জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব তাজ রহমান
স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব (সিলেট বিভাগ) এ টি ইউ তাজ রহমান বলেছেন- দেশের চলমান রাজনৈতিক সংকটময় মুহূর্তে জাতীয় পার্টিকে নিয়ে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ ও বিএনপির বিকল্প হিসেবে দেশের মানুষ জাতীয় পার্টিকে নিয়ে ভাবছে। এই সুযোগকে কাজে লাগিয়ে আগামীতে জাতীয় পার্টির সরকার প্রতিষ্ঠা করতে হবে। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের সোনার বাংলা গড়ে তুলতে হবে।
গতকাল শনিবার সকাল ১০টায় স্থানীয় বার লাইব্রেরীতে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় প্রধান বক্তা জাতীয় সংসদে বিরোধী দলের হুইপ ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিছবা এমপি বলেন- জাতীয় পার্টিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করে বৃহত্তর সিলেটে হারানো আসনগুলো ফিরিয়ে আনতে হবে। সকলকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করে আগামাী নির্বাচনে জাতীয় পার্টির বিজয় ছিনিয়ে আনতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সমন্বয়কারী সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব সাবেক এমপি মোঃ আমীর হোসেন ভুইয়া, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, জাতীয় পার্টির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক আহাদ চৌধুরী শাহীন।
হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শংকর পালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জালাল উদ্দিন খান, উসমান আলী, তৌহিদুল ইসলাম তৌহিদ, ডাঃ শাহ আবুল খায়ের, প্রফেসর আবিদুর রহমান, আব্দুল মোক্তাদির চৌধুরী অকু, জাহাঙ্গীর আলম চৌধুরী, তাজ উদ্দিন আহমেদ বাবুল, জালাল উদ্দিন আহমেদ, গাজী মিছবাহ উদ্দিন, শফি আহমেদ চৌধুরী, আব্দুস সালাম মেম্বার, এম এ কাইয়ুম, মোহিত আহমেদ চৌধুরী, মনির হোসেন মনির, উস্তার মিয়া তালুকদার, হায়দর মিয়া, মকসুদুজ্জামান খান, এস এম লুৎফুর রহমান, শাহজাহান তালুকদার, মোঃ আব্দুলাহ, কাজল আহমেদ, অ্যাডভোকেট শিবলী খায়ের, মোস্তাফিজুর রহমান ময়না, তালেব আলী, অলিউর রহমান সোহাগ, জুবায়ের হোসেন, বিপব দেব প্রমুখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com