স্টাফ রিপোর্টার ॥ আসন্ন হবিগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র প্রার্থী আলহাজ্ব শামছুল হুদার সমর্থনে নিজ গ্রাম জালালাবাদের গ্রামবাসীর উদ্যোগে শুক্রবার বাদ এশা জালালাবাদ বাজারে বিশাল নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সর্দার আব্দুল কাইয়ুম মেম্বারের সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশিদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ২নং রিচি ইউপি চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াছ, প্রবীন আইনজীবী অ্যাডভোকেট রফিক উদ্দীন তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী ফজলুর রহমান লেবু, সর্দার মোঃ কালা মিয়া, সর্দার আব্দুল কাইয়ুম, সর্দার ইউনুস মিয়া, আলহাজ্ব তুরাব আলী, আলহাজ্ব আবু মিয়া, শামছুল হক, মোঃ নুর মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুর রহমান, এখলাছুর রহমান গোলাপ, নুরুল আমীন, আব্দুর রকির সাহেদ, ইউসুফ মিয়া, রুহুল আমিন মাস্টার, জিলু মিয়া মেম্বার, জাহির উদ্দীন, আলহাজ্ব লিয়াকত আলী, মোঃ সাজু মিয়া, জয়নাল আবেদীন ফারুক, মামুন আহমেদ, মাওলানা আলী আহমদ, মাওলানা আব্দুস ছালাম, অলিউর রহমান অলি, আব্দুল হাসিম প্রমুখ। মতবিনিময় সভায় গ্রামের সর্বস্তরের সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তাগণ বলেন, মেয়র প্রার্থী শামছুল হুদা আমাদেরই গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তিনি গ্রামের যে কোনো সমস্যায় সন্তোষজনক ভূমিকা রাখেন। শুধু আমাদের গ্রামেই নয় হবিগঞ্জ শহরের ব্যবসায়ীদের বৃহৎ সংগঠন ব্যকস এর একবারের সাধারণ সম্পাদক ও পর পর দুইবার সভাপতি পদে নির্বাচন করে বিপুল ভোটে বিজয়ী হন। সভাপতি হিসাবে ব্যবসায়ীদের প্রতি দায়িত্ব পালনের আন্তরিকতা এবং পৌরবাসীর যে কোনো সমস্যা সমাধানে তাৎক্ষণিক উদ্যোগ গ্রহনে তিনি ইতিমধ্যেই পৌরবাসীর মনের মনিকোঠায় স্থান করে নিয়েছেন। বিগত করোনাকালীন সময়ে তার তৎপরতা এর উজ্জ্বল প্রমাণ। মতবিনিময় সভায় জালালাবাদ গ্রামবাসী সর্বসম্মতিক্রমে মেয়র পদে আলহাজ্ব শামছুল হুদার বিজয় নিশ্চিত করার জন্য সমর্থন প্রদান সহ যাবতীয় নির্বাচনী কর্মকান্ড দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেন। শেষে ইমাম মাওলানা তৈয়বুর রহমান মোনাজাত পরিচালনা করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com