স্টাফ রিপোর্টার ॥ ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে গণঅবস্থান ও বিক্ষোভ সমাবেশ করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা শাখা। গতকাল শনিবার সকালে শহরের পৌর টাউন হল প্রাঙ্গণে কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হবিগঞ্জ জেলা শাখাও একত্মতা প্রকাশ করে। গণঅবস্থান ও বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি জগদীশ চন্দ্র মোদকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট স্বরাজ রঞ্জন বিশ্বাসের পরিচালনায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট রঞ্জিত কুমার দত্ত, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নলিনী কান্ত রায় নিরু, সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়, অ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, অ্যাডভোকেট সুধাংশু সূত্রধর, স্বপন লাল বণিক, শংকর অধিকারী, প্রভুপাদ রিপু হরিদাসজী, ভূমিকা রঞ্জন দাস, অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, অ্যাডভোকেট তুষার মোদক, আশুতোষ অধিকারী, বিপ্লব রায় চৌধুরী, বিপ্লব কুমার রায় সুজন, হেমেন্দ্র দাস, পংকজ কান্তি দাশ, কৌশিক আচার্য্য পায়েল, শিমুল পাল, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি অ্যাডভোকেট মনমোহন দেবনাথ, সুকেশ দেবনাথ, সুমন গোপ, বাবু রায় ও সাথী সরকার প্রমূখ। এছাড়াও উক্ত কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম। সভায় কেন্দ্রীয় কমিটি ঘোষিত ন্যায়সঙ্গত দাবিসমূহ দ্রুত বাস্তবায়নসহ ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন ও নিপীড়ন বন্ধের জোর দাবি জানানো হয়। উক্ত গণঅনশন ও বিক্ষোভ কর্মসূচিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হবিগঞ্জ জেলা শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com