ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অভিপ্রায়ে ‘খাদ্য নিরাপত্তা বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা পর্যায়ে আয়োজিত ৪১তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা ২০২০ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ১ম, ২য়, ৩য় স্থান অর্জনকারীদের মধ্যে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উক্ত মেলায় ‘হবিগঞ্জ উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’ তাদের মূলমন্ত্র ‘চিন্তা গবেষণা আবিষ্কার’-কে সামনে রেখে হবিগঞ্জ শহরকে বিজ্ঞানের শহর হিসেবে গড়ে তোলা, শিক্ষার্থীদেরকে বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবক হিসেবে গড়ে তোলা ও একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলার লক্ষ্য নিয়ে তাদের ২টি ইউনিট মেলায় অংশগ্রহণ করে। এতে বিশেষ গ্রুপে ২য় ও ৩য় স্থান অর্জন করে হবিগঞ্জ উদ্ভাবনী বিজ্ঞান ক্লাবের পক্ষে পুরষ্কার গ্রহণ করেন ক্লাবের সভাপতি মতিয়র রহমান, সহ-সভাপতি জে.এম শামিম, প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক মোঃ মোশাহিদ আহমেদ, দপ্তর পরিচালক আদনান আর রহমান, অর্থ সম্পাদক মোশারফ আলম চৌধুরী, শিক্ষা সম্পাদক মাহদি হাসান, গবেষণা বিষয়ক সম্পাদক কিবরিয়া আহমেদ প্রতিক, সদস্য সচিব নাহিদ হাসান।
তাদের হাতে পুরষ্কার তুলে দেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আই.সি.টি) উম্মে ইসরাত, বৃন্দবন সরকারি কলেজের অধ্যক্ষ দেওয়ান জামাল উদ্দীন চৌধুরী, পৌর মেয়র মিজানুর রহমান মিজান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com