ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ সা. এর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলার উদ্যোগে জেলা শাখার সভাপতি আলহাজ্ব মহিব উদ্দিন আহমদ সোহেল এর নেতৃত্বে ও সেক্রেটারি আলহাজ্ব শামছুল হুদার পরিচালনায় রাজনগরস্থ আই এ বি মিলনায়তনের সম্মুখ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌধুরী বাজার নুরুল হেরা জামে মসজিদ চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় মিছিল পরবর্তী সমাবেশে সভাপতি তাঁর বক্তব্যে বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইসলামের সঙ্গে সন্ত্রাসবাদের নাম যুক্ত করে অস্ত্র হিসাবে স্যামুয়েল ট্রাজেডি হিসাবে ব্যবহার করতে চায়, বিশ্বের মুসলমান তা কখনই মেনে নিবে না, রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর শানে বিন্দুমাত্র বেয়াদবি বিশ্বময় ২০০ কোটি মানুষের জীবন হরণের সমতুল্য এবং এক-চতুর্থাংশ মানুষের ধর্মীয় অনুভূতিতে এহেন ঘৃন্যতম আঘাত কখনোই দুর্বৃত্তের বাকস্বাধীনতার অধিকার হতে পারে না, এ জন্যও ম্যাক্রোকে বিশ্বের মুসলমানদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি আব্দুশ শহীদ, বাংলাদেশ মুজাহিদ কমিটি হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা লুৎফুর রহমান চৌধুরী আযাদ, সাবেক সভাপতি অ্যাডভোকেট রফিকউদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, শ্রমিক আন্দোলন জেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল মুছাব্বির রুনু, যুব আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব আসাদুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক মাওলানা কে এম তাজুল ইসলাম, ইসলামী আন্দোলন চুনারুঘাট উপজেলার সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন, লাখাই উপজেলা শাখার সেক্রেটারি জসিম উদ্দিন, বিগত জাতীয় সংসদ নির্বাচনে চুনারুঘাট ও মাধবপুর আসনের হাতপাখা প্রতিকের সংসদ পদপ্রার্থী মাওলানা শামছুল আলম, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি আশরাফুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক শাহ মানছুর হাল্লাজ সহ জেলা উপজেলার ইসলামী আন্দোলন ও সকল অঙ্গ সংগঠনের দায়িত্বশীলবৃন্দ ও কর্মিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com