হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা দিবস পালিত
স্টাফ রিপোর্টার ॥ ‘উপজেলা প্রতিষ্ঠাতা এরশাদ তুমি সফল নেতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি ও এর অঙ্গ-সহযোগি সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে শহরের শংকর সিটির হলরুমে জাতীয় পার্টির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক শংকর পালের সভাপতিত্বে এবং জাপা নেতা প্রভাষক এসএম লুৎফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা জাপার সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, জাহাঙ্গীর আলম চৌধুরী, তাজ উদ্দিন আহমেদ বাবুল, কাজল আহমেদ, গাজী মিজবাহ উদ্দিন, জালাল উদ্দিন আহমেদ, প্রভাষক ওয়াহিদুর রহমান, ওয়ারেন্ট অফিসার (অবঃ) তালেব আলী, শেখ জালাল, জেলা জাতীয় ছাত্র সমাজের সাবেক সাধারণ সম্পাদক রিপন আহমেদ, বর্তমান সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র দেব, রহিছ আলী, জুয়েল আহমেদ জীবন, সিরাজুল ইসলাম, নুরুল হক, সিরাজ মিয়া, সুজিত রায় প্রমূখ।
সভাপতির বক্তব্য জাপার কেন্দ্রীয় নেতা শংকর পাল বলেন- মরহুম পল্লীবন্ধু এরশাদ উপজেলা প্রতিষ্ঠা করে জনগণের দোড়গোড়ায় উন্নয়ন পৌঁছে দিয়েছিলেন। উপজেলা পরিষদ সৃষ্টি হওয়ায় সরকারি কর্মকর্তাদের বিভিন্ন পদও সৃষ্টি হয়েছিল। সেখানে তারা চাকুরী করে উন্নত জীবন যাপন করছেন। কিন্তু পল্লীবন্ধু এরশাদের শাসনামলে উপজেলা পরিষদের চেয়ারম্যানদের যে ক্ষমতা ছিল এখন তা নেই। সরকার উপজেলা চেয়ারম্যানদের ক্ষমতা অনেকটা অকার্যকর করে রেখেছে। দেশের উন্নয়নের স্বার্থে উপজেলা চেয়ারম্যানদের পূর্ণাঙ্গ ক্ষমতা দেয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। শংকর পাল আরো বলেন- উপজেলাকে শক্তিশালী করতে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিটি ইউনিয়নে জাতীয় পার্টি প্রার্থী দেবে। এজন্য জাতীয় পার্টির নেতাকর্মীদের প্রস্তুত থাকার জন্য তিনি আহ্বান জানান। এছাড়া সভায় উপজেলা দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালীন সময়ে ২৩ অক্টোবর উপজেলা প্রতিষ্ঠা করেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি মরহুম হুসেইন মুহম্মদ এরশাদ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com