স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার মিরপুর বানিয়াগাঁওয়ে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে কলেজছাত্রী অন্ত:স্বত্তা গৃহবধূসহ ২০ জন আহত হয়েছে। এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করা হচ্ছে।
জানা যায়, ওই গ্রামের মৃত রওশন আলীর পুত্র ইমান আলীর সাথে একই গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র মাতব্বর তাজুল ইসলামের বিরোধ চলে আসছে। এর জের ধরে গত বৃহস্পতিবার দুপুরে তাজুল ইসলাম, সামছুল মিয়া, ইউসুফ আলী, ছায়েদ আলী, সাজু মিয়াসহ একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে ইমান আলীর ঘরে হামলা চালায়। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় বৃন্দাবন কলেজ ছাত্রী ঝুমা খাতুন (২০), রুমা খাতুন (১৮), হামিদ মিয়া (৮০), ইমান আলী (৫০), সোনিয়া খাতুন (২০), ৫ মাসের অন্ত:স্বত্তা তহুরা খাতুন (২১), মনসুরা খাতুন (২৮), সামছুল হক (২৫) সহ ২০ জন আহত হয়। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে বাহুবল থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com