হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জে পূজামন্ডপ পরিদর্শন
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের ঐতিহ্য। বর্তমান সরকারের সময়কালে হবিগঞ্জে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন হয়েছে। সনাতন ধর্মাবলম্বীগণ পূজা উদযাপন করেন, আর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রহরী হিসেবে কাজ করেন। এবারও এর ব্যতিক্রম হবে না। কেউ শান্তি-শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করলে রেহাই পাবে না।
গতকাল শুক্রবার শারদীয় দুর্গাপূজার সপ্তমীতে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর, নিজামপুর, রাজিউড়া ইউনিয়ন ও শায়েস্তাগঞ্জ পৌরসভার ২০টি পূজামন্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরও বলেন, বিশ্ব এখন ভয়াবহ মহামারীর মধ্য দিয়ে যাচ্ছে। সেজন্য এবার ভিন্ন প্রেক্ষাপটে সীমিত পরিসরে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। সরকারের স্বাস্থ্যবিধি সম্পর্কিত বিভিন্ন নির্দেশনা রয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ থেকে বাঁচার স্বার্থে সেগুলো মেনেই এবার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পূজারীদের প্রতি তিনি আহবান জানান।
পূজামন্ডপ পরিদর্শনকালে শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া, জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত, আব্দুল্লাহ সরদার, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান মাসুক, ফজল উদ্দিন তালুকদার, আবুল কাশেম শিবলু, লস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান হিরো, নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজ উদ্দিন, রাজিউড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল করিম দুলাল, সাবেক চেয়ারম্যান আবুল কালাম বাবুল, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল, এমরান হোসেন, ডা. কুতুব উদ্দিন, জায়েদুর রহমান, আব্দুল হাই, আব্দুল মুকিত, এটিএম আফজাল, সাইফুল ইসলাম সোহাগ, শরীফ সুমন, শাহাফুজ্জামান ইমন প্রমুখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com