স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরের নোয়াপাড়ায় মহাসড়কে অভারটেক করতে গিয়ে ট্রাক ও কাভার্ড ভ্যান দুর্ঘটনায় পতিত হয়েছে। এতে ৩ জন আহত হয়েছেন। গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নয়াপাড়া এলাকায় আল আমিন হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, দুর্ঘটনায় আহতদের মধ্যে দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কাভার্ড ভ্যানের চালকের সহকারী (হেলপার) শরিয়তপুর জেলার ইউনুস আলীর ছেলে আরিফ মিয়াকে (২২) সেখানে ভর্তি করা হয়। আর কাভার্ড ভ্যানের চালক গাইবান্ধা জেলার ধিরেনের পুত্র সুবোধের (৩৫) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম জানান, আল আমিন হোটেলের কাছে ওভারটেক করতে গিয়ে একটি ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে কাভার্ড ভ্যানের চালক ও হেলপার এবং ট্রাকের একজন আহত হন। ট্রাক ও কাভার্ড ভ্যান শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় আটক আছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com