স্টাফ রিপোর্টার ॥ সিলেটে এমসি কলেজের হোস্টেলে আলোচিত গণধর্ষণ মামলার অন্যতম দুই আসামিকে গ্রেফতার করায় পুলিশ সুপারের কাছ থেকে শুভেচ্ছা স্মারক ও নগদ অর্থ পুরস্কার পেয়েছেন সিলেট জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ হবিগঞ্জের সন্তান সাইফুল আলম রোকন। রবিবার দুপুর ১২টায় সিলেট জেলা পুলিশ লাইন্সের শহীদ এসপি শামছুল হক মিলনায়তনে মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম তাঁকে শুভেচ্ছা স্মারকসহ নগদ পঁচিশ হাজার টাকা পুরস্কার প্রদান করেন। সিলেট জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ-ওসি সাইফুল আলম রোকন লাখাই উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদের ছোট ভাই। পুলিশের ওসি সাইফুল ইসলাম রোকন অপরাধ দমনে আরো এগিয়ে যাবেন বলে প্রত্যাশা করছেন তাঁর স্বজন ও শুভাকাক্সক্ষীসহ হবিগঞ্জবাসী।
উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর এমসি কলেজ ক্যাম্পাসে সংঘবদ্ধভাবে কয়েক ছাত্র এক নববধূকে ধর্ষণ করে। আলোচিত এ ঘটনায় আসামি গ্রেফতার করার জন্য পুলিশ তৎপর হয়ে উঠে। সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর সার্বিক তত্ত্ববধানে পুলিশের একাধিক টিম অভিযানে নামে। এক পর্যায়ে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাইফুল আলম এর নেতৃত্বে গত ২৭ সেপ্টেম্বর ভোর পাঁচটায় হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মনতলা সীমান্ত এলাকা থেকে গণধর্ষণ মামলার অন্যতম আসামি অর্জুন লস্করকে গ্রেফতার করে। এরপর জৈন্তা থানার হরিপুর এলাকা থেকে মামলার অপর আসামি মাহফুজুর রহমান মাসুমকে গ্রেফতার করেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেন, আলোচিত এমসি কলেজের গণধর্ষণ মামলায় দ্রুত সময়ে আসামি গ্রেফতার করায় সিলেট জেলা পুলিশসহ সামগ্রিকভাবে বাংলাদেশ পুলিশের সুনাম বৃদ্ধি পেয়েছে। আগামীতেও পুলিশের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার নির্দেশ দেন পুলিশ সুপার।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com