মনিরুল ইসলাম শামিম, বাহুবল থেকে ॥ বাহুবলের আমতলী চা বাগানে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রবিবার বিকালে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের আমতলী চা বাগান খেলার মাঠে বাংলা টিলা বিশ ঘর বনাম টেপার লাইনের মধ্যেকার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় টাইব্রেকারের মাধ্যমে বাংলা টিলা জয়লাভ করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী চা বাগানের পরিচালক বোর্ডের ডিএমডি মোফরাদ মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপক সোহেল রানা পাঠান, সহ-ব্যবস্থাপক রাসেল আহমেদ সহ বাগানের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে পুরস্কার গ্রহণ করেন টেপার লাইনের মিঠুন চাষা ও শ্রেষ্ঠ গোলকিপারের পুরস্কার গ্রহণ করেন বাংলা টিলার সঞ্জয় দাস। খেলার টাইলেট স্পন্সর করেন আলিয়াছড়া খাসিয়াপুঞ্জির হেরমন বামন খাসিয়া।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com