স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ প্রেস কাউন্সিল থেকে হবিগঞ্জ প্রেসক্লাবের লাইব্রেরিতে বই প্রদান করা হয়েছে। রোববার দুপুরে এ উপলক্ষে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে প্রধান অতিথির বক্তৃতা করেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রেস কাউন্সিলের সচিব মো. শাহ আলম। প্রেসক্লাব সভাপতি মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহিরের পরিচালনায় এতে বক্তৃতা করেন সাবেক সভাপতি সফিকুর রহমান চৌধুরী, মো. ফজলুর রহমান, গোলাম মোস্তফা রফিক। উপস্থিত ছিলেন আব্দুল হালিম, রাসেল চৌধুরী, রাশেদ আহমদ খান, শাকিল চৌধুরী, পাবেল খান চৌধুরী, শরীফ চৌধুরী, ফয়সল চৌধুরী, মোহাম্মদ নুর উদ্দিন, এম এ হাকিম, এমএ আজিজ সেলিম, সৈয়দ মশিউর রহমান, শাহ আলম প্রমূখ। অনুষ্ঠানে প্রেস কাউন্সিলের পেশকার অর্জুন কুমার রায় মুক্তিযুদ্ধ বিষয়ক, সাংবাদিকতা বিষয়ক, জাতির জনক বঙ্গবন্ধু বিষয়কসহ ইতিহাস সম্বলিত ৪০টি বই হস্তান্তর করেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ বলেন, সাংবাদিকতা একটি ঝুঁকিপূর্ণ পেশা। মহামারী করোনা ভাইরাসে জীবনের ঝুঁকি নিয়ে সাংবাদিকরা দায়িত্ব পালন করে যাচ্ছেন। অনেক সাংবাদিক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি বলেন, বঙ্গবন্ধু দেশকে ভালবাসতেন, দেশের মানুষকে ভালবাসতেন, নিজেদের অধিকার প্রতিষ্ঠা করে দেশটাকে সুন্দরভাবে সাজাতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন বাংলাদেশকে সত্যিকারের একটি সোনার বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করতে। তিনি দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকদের স্ব স্ব অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com