বানিয়াচং প্রতিনিধি ॥ অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মোঃ সেলিম বলেছেন- স্বাস্থ্যবিধি মেনে পূজা মন্ডপে প্রবেশ এবং মাস্ক ব্যবহারসহ সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। মন্ডপে প্রবেশ ও বাহিরের জন্য আলাদা রাস্তা করতে হবে। কোন রকম জটলা বাঁধানো যাবে না। পূজা চলাকালিন পুলিশ টহল অব্যাহত থাকবে। যে কেউ নাশকতা করতে চাইলে পুলিশের নাম্বারে ফোন দেবেন। জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম পিপিএম এর নেতৃত্বে আপনাদের নিরাপত্তায় আমরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি। পূজার মাধ্যমে মনের অশুরকে ধ্বংস করতে হবে। রবিবার সকাল ১১টায় বানিয়াচং থানা কমপ্লেক্সে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত বানিয়াচং পূজা কমিটির নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেনের সভাপতিত্বে ও এসআই আব্দুছ ছাত্তারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওসি তদন্ত প্রজিত কুমার দাশ, রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বপন কুমার দাশ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিপুল ভূষন রায়, সাধারণ সম্পাদক কাজল চ্যাটার্জি, পূজা উদযাপন কমিটির সভাপতি কৃষ্ণ দেব, সাবেক ভাইস চেয়ারম্যান প্রিয়তোষ রঞ্জন দেব, দ্বীপক গোপ, স্বজল কান্তি গোপ প্রমূখ।