স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভা কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপিত হয়েছে। সোমবার সকাল ১১টায় হবিগঞ্জ পৌরসভা কার্যালয়ে জন্মদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাস, কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, কাউন্সিলর মোঃ জুনায়েদ মিয়া, কাউন্সিলর গৌতম কুমার রায়, কাউন্সিলর শেখ নুর হোসেন, কাউন্সিলর আব্দুল আউয়াল মজনু, কাউন্সিলর মোঃ আলমগীর, কাউন্সিলর উম্মেদ আলী শামীম, কাউন্সিলর খালেদা জুয়েল, কাউন্সিলর অর্পনা পাল, পৌর সচিব মোঃ ফয়েজ আহমেদ প্রমূখ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্ঠানের পর কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com