স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের গানিংপার্ক থেকে সবুজ দাশ (২২) নামের এক নববিবাহিত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে কেউ কেউ বলছে সম্প্রতি সে বিয়ে করলেও পরিবার মেনে না নেয়ায় সে আত্মহত্যার পথ বেঁচে নিয়েছে। পুলিশ বলছে, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। তবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা হতে পারে। সে অষ্টগ্রাম উপজেলার ছন্দরগাজি হাটি গ্রামের হরিদাশের পুত্র। গত ১৫ দিন আগে অষ্টগ্রামের এক যুবতীকে প্রেমের সম্পর্কে বিয়ে করে সবুজ। বিয়ের পর সবুজের পরিবার মেনে না নেয়ায় তারা হবিগঞ্জ শহরের গানিংপার্ক এলাকার মুক্তিযোদ্ধা লন্ডনীর বাসা ভাড়া নিয়ে বসবাস করে। এদিকে সবুজ শহরের একটি কম্পিউটারের দোকানে কাজ নেয়। অল্প বেতনে তার সংসার না চলায় সে মানসিকভাবে ভেঙে পড়ে। গত কয়েকদিন আগে সবুজের স্ত্রী তার বাপের বাড়ি চলে যায়। গত রবিবার সবুজ তার নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে না উঠায় আশপাশের ভাড়াটিয়াদের সন্দেহ হয়। এক পর্যায়ে তারা জানালার ফাঁক দিয়ে ফ্যানের সাথে তাকে ঝুলন্ত দেখতে পেয়ে সদর থানায় খবর দেন। এসআই আব্দুর রহিম দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। এসআই আব্দুর রহিম জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।
উল্লেখ্য, গত কয়েকমাসে গানিংপার্ক ও ঘাটিয়া বাজার এলাকায় কয়েকটি অপমৃত্যুর ঘটনা ঘটেছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com