স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে নকল সোনা বিক্রেতা সাহাবুদ্দিনকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোরে সদর থানার এসআই আব্দুর রহিমের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে অনন্তপুর এলাকার আব্দুস সাত্তারের পুত্র। পুলিশ জানায়, সাহাবুদ্দিনসহ একটি চক্র দীর্ঘদিন ধরে ওই এলাকায় নকল স্বর্ণ বিক্রি করে লোকজনের সাথে প্রতারণা করে আসছে। এই চক্রের অনেক সদস্যকে ইতোপূর্বেও গ্রেফতার করা হয়। কিন্তু তারা জামিনে বেরিয়ে এসে আবারো এই অপকর্মে জড়িয়ে পড়ে। সম্প্রতি বিষয়টি পুলিশের নজরে এলে গতকাল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com