স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার দুলচতুল গ্রামে দুবাই প্রবাসীর স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অসুস্থ অবস্থায় ওই গৃহবধূকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ওই গ্রামের আহাম্মদ আলীর স্ত্রী।
হাসপাতালে ধর্ষিতা গৃহবধূ জানান, ৪ বছর পূর্বে তার স্বামী জীবিকার তাগিদে দুবাই যান। এরপর থেকে ওই গৃহবধূ তার সন্তান মিমকে নিয়ে পিত্রালয়ে বসবাস করছিলেন। দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী টুনাকান্দা গ্রামের মহসিন মিয়া (৩০) ও মস্তুফা মিয়া (২০) নামের দুই যুবক তাকে কুপ্রস্তাব দিতো। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় গত ১৯ সেপ্টেম্বর শনিবার গভীর রাতে পরিবারের সদস্যরা বাড়ি না থাকার সুযোগে ওই যুবকদ্বয় ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। পরে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন স্থানীয় মুরুব্বীসহ এলাকার মাতব্বররা। কিন্তু সমাধান না হওয়ায় ওই গৃহবধূ গতকাল সোমবার হবিগঞ্জ সদর হাসপাতালে ধর্ষণের অভিযোগ এনে ভর্তি হন। এ বিষয়ে সদর হাসপাতালের চিকিৎসক অমৃতা সাহা জানান, ধর্ষণের অভিযোগে এক নারী ভর্তি হয়েছে, মেডিকেল পরীক্ষার রিপোর্ট এলে বিস্তারিত বলা যাবে।